বিদ্যুতের দাম এবার বাড়ছে?

জানা যাবে আজ

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে প্রস্তাব গত অক্টোবরে নাকচ করা হয়েছিল, তা পুনর্বিবেচনা করে দাম বাড়ানো হবে কি না, আজ সোমবার সেই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১২টায় এক ভার্চুয়াল প্রেস ব্রিফিঙে কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। খবর বিডিনিউজের।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য সেখ আকতার হোসেন বলেন, ‘প্রয়োজনীয় তথ্য দিয়ে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন আমরা করেছিলাম। সোমবার সে বিষয়ে ঘোষণা আসবে।’

গণশুনানির ৯০ দিন পর গত ১৩ অক্টোবর এর ফলাফল ঘোষণা করে বিইআরসি যাতে বিদ্যুতের দাম অপরিবর্তিতই রাখা হয়।

কমিশনের চেয়ারম্যান মো. আবদুল জলিল সেদিন বলেন, বিদ্যুতের বাল্ক মূল্য হার পুনঃনির্ধারণ করা হচ্ছে না। আগের মূল্যহারই অপরিবর্তিত থাকবে। ‘তথ্যের অস্পষ্টতাজনিত কারণে’ তারা দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে দিয়েছিল বিইআরসি। চলতি বছরের ১২ জানুয়ারি নিজেদের ৩০ হাজার কোটি টাকার বিশাল ঘাটতির তথ্য তুলে ধরে বিদ্যুতের পাইকারি দাম ৬৬ শতাংশ বাড়িয়ে ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব নিয়ে আসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

তবে সেই আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও তথ্যের ঘাটতি তুলে ধরে তা ফেরত পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। দ্বিতীয় দফায় আবারও আবেদন করে পিডিবি। সেই আবেদনের ওপর গত ১৮ মে গণশুনানি হয়। বিইআরসি গঠিত কারিগরি কমিটি সেখানে ৫৮ শতাংশ দাম বাড়ানোর পরামর্শ দেয়। কিন্তু আরও কিছু তথ্য ও লিখিত মতামতের জন্য ৩১ মে পর্যন্ত পিডিবিকে সময় দেয় বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান ১৩ অক্টোবর ফলাফল ঘোষণা করে বলেন, ‘শুনানির পর ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই হিসাবে আজ ৯০ দিনের শেষ কর্মদিবস। আমরা পাইকারি বিদ্যুতের মূল্যহার অপরিবর্তিত থাকবে বলে আদেশ দিয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় একই সময়ে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচে কাতারকে হারাল ইকুয়েডর