বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল গায়ে, দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনপটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার পুত্র মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র মো. ফাহিম (১৮)। গতকাল রাত ১২টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্টের কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ। রাত পৌনে ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুৎতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তারা মারা যায়। ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পায়নি। পরে বিদ্যুৎ বন্ধ হলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

কচুয়ায় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুৎতের একটি তার ছিঁড়ে দুই যুবক মারা গেছেন। এর মধ্যে একজনের বাড়ি কচুয়ায় ইউনিয়নে ও অন্যজন খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় ইকবাল নামের আরো একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বিদ্যুৎতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট শেষ হলে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচসিক রাজস্ব বিভাগের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধহাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে আজ