লোহাগাড়ার পদুয়ায় সেমিপাকা ঘর নির্মাণের কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে রডের স্পর্শে আবু সৈয়দ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। আবু সৈয়দ ওই এলাকার নুরুল হকের পুত্র ও সাত মাস বয়সী এক সন্তানের জনক। এই ঘটনায় আরো ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া বদলা পাড়ার একরাম আলী চৌকিদারের পুত্র মীর কামাল (৩৫) ও সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মৃত নজু মিয়ার পুত্র আবদুল মাবুদ (৪৫)। স্থানীয়রা জানান, গত ৮ দিন যাবৎ একই এলাকায় জনৈক আরিফুল ইসলামের সেমিপাকা ঘর নির্মাণে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। ঘটনারদিন সকালে কাজ করার সময় অসাবধানতা বশত নির্মাণাধীন ঘরের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে রডের স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিন শ্রমিক আহত হন।