বিদ্যুতের খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটিতে মেরামত কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মো. আয়ুব হেলাল (৩৫) নামে এক বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী এবং শহরের তবলছড়ি ওয়াপদা কলোনির বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে শহরের চম্পকনগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে চম্পকনগর এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন বলেন, বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে পা পিছলে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মচারী আয়ুব হেলালের মৃত্যু ঘটে। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ ছিল বলে জানান তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগৃহস্থ জেগে উঠায় গরু রেখে পালিয়েছে চোরের দল
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রতিবাদ সভা