বিদ্যুতের খুঁটির জন্য অবৈধ লেনদেন না করতে মাইকিং

সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সন্দ্বীপে নতুন ঠিকাদার কাজ শুরু করার পর গত ২০ দিনে কোনো ধরনের অবৈধ লেনদেন ছাড়া প্রায় ৭০০ পোল (খাম্বা) এবং লাইন সম্প্রসারণ হয়েছে। এলাকায় এলাকায় চলছে অবৈধ লেনদেন না করার জন্য প্রচারণা মাইকিং। এতে করে বিনা খরচে সরকারি বৈদ্যুতিক খুঁটিগুলো সহজে পাচ্ছে জনসাধারণ।

২০১৮ সাল থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ পেয়েছে সন্দ্বীপবাসী। বিদ্যুৎ আসার পর থেকে বিভিন্ন সময় অনিয়মের

অভিযোগে খবরের শিরোনাম হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। বিশেষ করে খাম্বা বাণিজ্যের অভিযোগ ছিল পিডিবির কিছু অসাধু কর্মকর্তা ও পূর্বের কয়েকজন ঠিকাদারদের বিরুদ্ধে। রয়েছে পোস্টপেইড মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটারে নেয়ার সময় অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও। বাড়তি অর্থ ব্যয়ের অনিয়মই যেন এ ক্ষেত্রে নিয়মে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন চট্টগ্রাম জোন (২য় পর্যায়) এর অধীনে লাইন সম্প্রসারণে অবৈধ লেনদেন না করতে মাইকিং করা হচ্ছে।

সন্দ্বীপ উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। অতীতে বিভিন্ন সময় পোল ও লাইন সম্প্রসারণের ক্ষেত্রে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ ওঠায় এ মাইকিং করা হচ্ছে বলে জানানো হয়। এ পর্যন্ত ৮০ ভাগ সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানান বিক্রয় ও বিতরণ বিভাগ সন্দ্বীপের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন চট্টগ্রাম জোনের (২য় পর্যায়) প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. সামছুদ্দিন বলেন, পিলার স্থাপনে সচেতনতার লক্ষ্যে আমরা মাইকিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি জনসাধারণ অবৈধ লেনদেন থেকে বিরত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
পরবর্তী নিবন্ধদুই ঘণ্টার বিভ্রাটে মেটার ক্ষতি ১০ কোটি ডলার