কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুতের খুঁটির ওপর থেকে রেজাউল করিম (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমিজ মিয়ার পুত্র। গতকাল দুপুর ২টায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন লাশটি উদ্ধার করে।
মহেশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ আল আমিন জানান, বুধবার রাতে বিদ্যুতের খুঁটিতে তার ও বিদ্যুতের যন্ত্রাংশ চুরি করছিল একটি সংঘবদ্ধ দল। চুরির সময় বিদ্যুতের খুঁটির উপরে অবস্থান করা ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হলে তার সাথে থাকা অপর সদস্যরা পালিয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় লোকজন বিদ্যুতের খুঁটির উপর এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মহেশখালী থানা ও পল্লী বিদ্যুতকে খবর দেয়।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বৈদ্যুতিক লাইন পরিত্যক্ত হয়ে আছে। কীভাবে রেজাউলের মরদেহ বৈদ্যুতিক খুঁটিতে গেল তা খতিয়ে দেখা উচিত। অনেকেই ধারণা করছেন পরিত্যক্ত ওই বৈদ্যুতিক লাইনের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন কিশোর রেজাউল।











