বিদ্যুতের অপচয় রোধে জেলা প্রশাসনের অভিযান

৮০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অপচয় রোধে পরিচালিত অভিযানে ৩৪ মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল নগরজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, কোতোয়ালি মোড়, নিউমার্কেট মোড় ও সদরঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, জিইসি, ২ নম্বর গেইট ও মুরাদপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং বহদ্দারহাট, মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনের অতিরিক্ত আলো ব্যবহারকারী দোকান ও শপের মালিককে বিদ্যুৎ আইনে সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়। বিভিন্ন শপিংমলগুলোকে সরকার নির্ধারিত সময়ে রাত ৮ টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটালে বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দণ্ড হিসেবে জেলে প্রেরণের বিষয়ে সতর্ক করা হয়। বিদ্যুৎ বিভাগ ও সিএমপি এ অভিযানে সহায়তা করে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
পরবর্তী নিবন্ধশিব প্রসাদের পিএইচডি ডিগ্রি অর্জন