বিদ্যার ‘শেরনি’ মুক্তি পাবে ওটিটিতে

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ। তাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা বালানের ‘শেরনি’। জুনে অ্যামাজন প্রাইম ভিডিওতে এটি মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক। খবর বাংলানিউজের।
যেখানে ভিন্ন এক বিদ্যার দেখা মিলেছে। দেখা যাচ্ছে, বন্দুকের নলের ফোকাসে রয়েছে বিদ্যা। জলপাই রঙের শার্ট গায়ে তার। হাতে রয়েছে একটি ওয়াকি টকি। জঙ্গলকে ঘিরে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। প্রকাশের পর ফার্স্টলুক সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ‘শেরনি’ পরিচালনা করেছেন ‘নিউটন’খ্যাত অমিত মাসুরকর। সিনেমাটিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাঙেনা। অ্যামাজন অরিজিনাল মুভির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ এবং অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট। গত বছর ফেব্রুয়ারি মাসে ‘শেরনি’র খবর জানিয়েছিলেন বিদ্যা। এরপর বেশকিছু কারণে সিনেমাটির শুটিং কয়েকবার বাধাগ্রস্ত হয়েছিল। বিদ্যা বালান অভিনীত সর্বশেষ সিনেমা ‘শকুন্তলা দেবী’ মুক্তি পায় ২০২০ সালে। সিনেমাটি যেমন প্রশংসা কুড়ায় তেমনি সমালোচিতও হয়। এটি ছিল ওটিটিতে মুক্তি প্রাপ্ত বিদ্যার প্রথম সিনেমা। এবার তার অভিনীত ‘শেরনি’ও ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরিং রোড-চৌচালা-বড়পুল সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করুন
পরবর্তী নিবন্ধপানিতে ভাসছে অমিতাভের অফিস