বিদ্যাদেবী সরস্বতী

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বিদ্যাদেবী সরস্বতী বীণাপাণি

শ্বেতপদ্মাসনা রাজহংসবাহন পুস্তকধারিনী

মুক্তোর হারে বিভূষিতা সর্বশুক্লা

ঋগ্বেদের জ্ঞানদেবী কবিতা বাক্‌ সঙ্গীতকলা।

চন্দ্রের মতো শুভ্র জ্যোর্তিময়ী

বেদমাতা শ্রেষ্ঠ নদী শ্রেষ্ঠ দেবীত্রয়ী

মাঘের শুক্লপক্ষ শ্রীপঞ্চমী তিথিতে

আবাহন চক্র’ বাজে মধুর ধ্বনিতে।

বই কলম পবিত্র নৈবেদ্যশ্রীচরণে অর্পণ

প্রথম বর্ণমালা লেখা শেখানোচলে আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িয়ে আছি স্টেশনে
পরবর্তী নিবন্ধক্ষোভাগ্নি