বিদ্যাদেবী সরস্বতী বীণাপাণি
শ্বেত–পদ্মাসনা রাজহংস–বাহন পুস্তকধারিনী
মুক্তোর হারে বিভূষিতা সর্বশুক্লা
ঋগ্বেদের জ্ঞানদেবী কবিতা বাক্ সঙ্গীত–কলা।
চন্দ্রের মতো শুভ্র জ্যোর্তিময়ী
বেদমাতা শ্রেষ্ঠ নদী শ্রেষ্ঠ দেবী–ত্রয়ী
মাঘের শুক্লপক্ষ শ্রী–পঞ্চমী তিথিতে
‘আবাহন চক্র’ বাজে মধুর ধ্বনিতে।
বই কলম পবিত্র নৈবেদ্য–শ্রীচরণে অর্পণ
প্রথম বর্ণমালা লেখা শেখানো–চলে আয়োজন।







