হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ২ দিনব্যাপী ৬৫ তম বার্ষিক সভা ও মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ সিদ্দিকীর (রহ.) ২৭ তম ওফাত বার্ষিকী এবং শহীদ ফারুক-সোলাইমান খাঁনসহ এ মাদরাসার সকল মরহুম দাতা-শুভাকাঙ্খিদের ইছালে ছাওয়াব মাহফিল গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মিলাদ মাহফিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহছুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, মুসলিম জনতাকে বিদ্বেষ পরিহার করে নীতি নৈতিকতায় পরিপূর্ণ ঐক্যবদ্ধ মুমিন হতে হবে। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা আবুল কাসেম নূরী (মা.জি.আ.)। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ড. এস এম বোরহান উদ্দিন, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল কাদেরী, মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা মনজুরুল ইসলাম। বক্তব্য দেন মাদারাসা পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আবুল কালাম, উপাধ্যক্ষ মাওলানা হাফেজ সৈয়দ নুরুল আমিন, শাহজাদা আলহাজ কাজী মাওলানা আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, মাওলানা ফরিদুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












