বিদেশে যেতে ইউনূসকে নিতে হবে আদালতের অনুমতি

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল যতদিন নিষ্পত্তি না হবে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ততদিন বিদেশে যেতে আদালতের অনুমতি নিতে হবে। শ্রম ও কলকারখানা অধিদপ্তরের এক ‘ফৌজদারি রিভিশন’ আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাই কোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায়ের বিরুদ্ধে ইউনূসসহ চার আসামির আপিল গ্রহণ করে সাজা স্থগিত করে দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। সেই আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে আসেন শ্রম ও কলকারখানা অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান। আসামিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার আদেশ চাওয়া হয় সেখানে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার ওই ‘ফৌজদারি রিভিশন’ আবেদনের শুনানি করে সাজা স্থগিতের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছে হাই কোর্ট। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদেশ যেতে হলে ইউনূসকে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যাওয়ারও আদেশ দেওয়া হয়।

আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো মামলা আপিল শুনানির জন্য গ্রহণ করলে তার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাজা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকে। সেজন্য আলাদা আদেশের প্রয়োজন নেই।

ইউনূসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। শ্রম ও কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পূর্ববর্তী নিবন্ধসভাপতি, সেক্রেটারিসহ সম্পাদকীয় আটটিতেই ঐক্য পরিষদের জয়
পরবর্তী নিবন্ধনদভীর শ্যালক চেয়ারম্যান রুহুল্লাহর ওপর হামলার অভিযোগ