বিদেশে চিকিৎসা না করলে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে পড়বে

দোয়া মাহফিলে বক্তারা

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন। অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে। আর এর সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি গত বৃহস্পতিবার কোতোয়ালি মোড়স্থ আবু ছৈয়দ দোভাষ জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সাইফুল ইসলাম। মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, জাকির হোসেন, নূরুল হক, আকতার খান, সাদেকুর রহমান রিপন, আবুল কাসেম সও, জাহেদ আহমেদ, সাইফুদ্দীন মীর্জা, রমজান আলী, আকবর শরীফ, আবদুর রশিদ খোকন, মেজবাহ উদ্দিন মিন্টু, সাইফুল আলম দিপু, ইকবাল শরীফ, মো. শফি, সাজ্জাদ হোসেন বশর, মাশরুক রুবায়েত, আবুল বশর, আবদুর রাজ্জাক, মো. ইসহাক, আরিফ সোহেল, খোরশেদ আলম বাবুল, নূরুল আলম, জাহেদুল হক সোহেল, কুতুব উদ্দীব মুন্না, সাইফুল আলম, মামুনুর রশীদ মামুন, শহিদুল্লাহ রণি, মো. সালমান, এমদাদ হোসেন, মো. আরাফাত, শফিকুল আলম প্রমুখ।

মহানগর যুবদল : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মাজার সংলগ্ন তনজিমুল মুসলেমিন এতিমখানায় খতমে কোরআন ও অসহায় এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত সভা চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা মুসাব্বির হোসেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, মো. আলী সাকি, ইকবাল পারভেজ, তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, এমদাদুল হক বাদশা, রাজন খান, কামাল পাশা, আসাদুর রহমান টিপু, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, মহি উদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, আতিকুর রহমান, কমল জ্যেতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, কোরবান আলী, হামিদুল হক, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গির আলম বাবু, আশরাফ উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, সাইফুদ্দিন যুবরাজ, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, শেখ কামাল আলম, মো. জসিম উদ্দিন, মো. ইদ্রিস, জাফর সাদেক সোহেল, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল, মো. ইউসুফ প্রমুখ।

বন্দর থানা বিএনপি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দর থানা বিএনপির উদ্যোগে ১৫ জুন (বুধবার) নিমতলা বিশ্বরোড বলীপাড়া জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান খোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা শামসুল আলম, মহানগর বিএনপি নেতা আবদুস সবুর, বন্দর থানা বিএনপির প্রথম সহ সভাপতি হাজী সালাউদ্দিন, সহ সভাপতি মো. ইসমাইল খান, হাজী এবাদুর রহমান, মো. ইউচুপ, মাহাবুব আলম বাচ্চু, মো. নাজিম উদ্দিন, সৈয়দ মো. ওসমান, হাজী মো. হোসেন, আবু মুছা, মো. নেজাম উদ্দিন, হুমায়ুন কবীর সোহেল, হাজী ফারুক আহমদ, মো. আজম উদ্দিন, আবু সাইদ হারুন, হাজী মো. ইলিয়াছ, একে আব্বাস, আবদুল হক, শাহাবুদ্দীন সাবু, শওকত মন্নান, আকতার সৈয়দ, আনোয়ার হোসেন জুনু, মাহাবুব, আজম খান, কাঞ্চন, সালাউদ্দিন, সাজু, জাবেদ কায়ছার, মো. জুবায়ের, মোর্শেদ আলম. মো. ফারুক, আবদুর নুর মিঠু, কামরুদ্দীন, মো. আরিফ উদ্দিন, আবু রায়হান চৌধুরী, মো. ইমরান, মো. দিদার আলম, আবদুর রহিম।

দারুচ্ছুনাহ্‌ ইসলামিয়া হাফেজিয়া মাদ্‌রাসা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোমবার (১৩ জুন) নগরীর বাদুরতলার দারুচ্ছুনাহ্‌ ইসলামিয়া হাফেজিয়া মাদ্‌রাসা ও এতিমখানায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাদ্‌রাসার হাফেজ ক্বারী মোহাম্মদ আবু বক্কর। দোয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে এতিমখানার বাচ্চাদের শুকনা খাবার নগদ অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন টিপু, জিকু, মো. আলম, মো. সেলিম, সো রাজু, মো. হিরোসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার প্রতিবাদ