প্যান্ডোরা পেপার্সে নাম রয়েছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারেরও। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে গোপন বিনিয়োগ ছিল শচীনের। সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারের নাম থাকায় বিস্মিত শচীনের আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীনের বিদেশে বিনিয়োগ রয়েছে। তবে সকল বিনিয়োগ বৈধ এবং এসব বিষয়ে কর কর্তৃপক্ষের কাছে সব তথ্য রয়েছে।এ অভিযোগের তদন্ত করা হবে বলে গতকাল জানিয়েছেন ভারতের প্রত্যক্ষ কর দফতর (সিবিডিটি)-এর মুখপাত্র।