বিদেশে খোলা হচ্ছে আরও ১০ কূটনৈতিক মিশন

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৪৬ অপরাহ্ণ

বিদেশে বাংলাদেশের আরও ১০টি কূটনৈতিক মিশন খোলা হচ্ছে। এসব মিশন চালু হলে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমে আরও গতি আসবে। এছাড়া গত পাঁচ বছরে বিদেশে বাংলাদেশের চারটি মিশন খোলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, বিদেশে বাংলাদেশের বর্তমানে ৮১টি মিশন চালু রয়েছে। এর পাশাপাশি নতুন করে আরও ১০টি দূতাবাস ও কনস্যুলেট অফিস স্থাপনের কার্যক্রম চলছে। নতুন যে ১০টি মিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ইসলামী সহযোগিতা সংস্থাওআইসির জেদ্দায় (সৌদি আরব) স্থায়ী মিশন। এ মিশনের যাবতীয় অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ৪৮০ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধমনজুর আলমের মিলাদ মাহফিল