বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি ) কর্তৃক বিদেশে উচ্চশিক্ষা ও বৈশ্বিক প্রতিষ্ঠানে চাকরি বিষয়ক এক সেমিনার গত ২৫ জুন অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন গুগল’র প্রোডাক্ট ম্যানেজার এবং বিওয়াইএলসির সহ- প্রতিষ্ঠাতা শাম্মী কুদ্দুস।
সেমিনারে শাম্মী কুদ্দুস চট্টগ্রামের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে বিদেশে উচ্চশিক্ষা ও বৈশ্বিক প্রতিষ্ঠানে চাকরি অর্জন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি, আবেদনপত্র শর্টলিস্ট করার সময় বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়, স্বনামধন্য বৈশ্বিক প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণসহ আরও বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়েঅধ্যয়নকালীন নিজেকে বিভিন্ন পেশাদার কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে নিজের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে অভিজ্ঞতা লাভ করার পাশাপাশি অনুধাবন করতে পারবেন আপনি নিজে কোন পেশায় যেতে আগ্রহী।’
তিনি শিক্ষাজীবন শেষে ক্যারিয়ার সঠিক ভাবে শুরু করতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে ইপেশাদার অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, উক্ত সেমিনারের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলেন দৈনিক আজাদী এবং দি বিজনেস স্ট্যান্ডার্ড। প্রেস বিজ্ঞপ্তি।