বিদেশের শতাধিক প্রেক্ষাগৃহে তাদের ‘পাপ পুণ্য’

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘পাপ পুণ্য’ নামে সিনেমা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, শাহনাজ সুমি প্রমুখ। আগামী ২০ মে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক হলে মুক্তি পাবে এটি। এসব তথ্য নিশ্চিত করে সিনেমাটির বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রধান মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, এটাই সেই স্বপ্ন যা এতদিন অবিশ্বাস্য ছিল, অবশেষে বাস্তব হচ্ছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাতেই আমরা একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশের সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, ২০২২ সালে আমাদের মুক্তি দেয়া প্রতিটি সিনেমা উত্তর আমেরিকান থিয়েটারে একসঙ্গে শতাধিক থিয়েটারে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ পুণ্য’ মুক্তির মাধ্যমে এটি শুরু হচ্ছে। এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোনো একটি থিয়েটারে যেয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন। কিছুদিন আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। যা দর্শকদের কাছে দারুণ প্রশংসা পায়। শিগগির সিনেমাটির টিজার ও গান মুক্তি পাবে বলে জানা গেছে। ‘পাপ পুণ্য’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সমপ্রতি সিনেমাটির উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস ও স্বপ্নের মধ্যে চুক্তিস্বাক্ষর হয়। এসময় ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপনণ বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে জীবনে আশীর্বাদ হয়ে আসে
পরবর্তী নিবন্ধআরপেজিও মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি উৎসব