গতকাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে বিদেশের মাটিতে সপ্তম টেস্ট জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। তবে টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম জয় টাইগারদের। বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ২টি করে টেস্ট জিতেছে বাংলাদেশ। এরপর শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ১টি করে ম্যাচে জয়ী হয়েছিল টাইগাররা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিদেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ টেস্ট ৯৫ রানে জিতেছিলো টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয়ের আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের বাইরে সর্বশেষ টেস্ট জিতেছিলো বাংলাদেশ। ৮ উইকেটে ঐ ম্যাচ জিতেছিলো টাইগাররা। বিদেশের মাটিতে বাংলাদেশের যে সব টেস্ট জিতেছে সে গুলো হচ্ছে ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল ৯৫ রানে। ২০০৯ সালে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা ছিল ৪ উইকেটের। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছিল টাইগাররা ১৪৩ রানে। ২০১৭ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে জয়টা ৪ উইকেটের। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল ২২০ রানে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়টা ছিল ৮ উইকেটের। আর সবশেষ গতকাল রাওয়ালাপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।