বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলছে মালয়েশিয়া

কোরিয়ার ভিসার আবেদন শুরু কাল

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। গতকাল শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, সরকারের মহামারী টাস্কফোর্স বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। অন্যদিকে দুই দফায় প্রায় ১৬ মাস বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা আবেদন জমা নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল রোববার থেকে ভিসা আবেদন চালুর কথা গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় কোরীয় দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি এবং কোরিয়াগামী যাত্রীদের মধ্যে ভাইরাস শনাক্তের হার কমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধান শিল্পখাত পাম তেল উৎপাদনের বাগানগুলোতে গাছ লাগানোর কাজ এবং রাবার গ্লাভস তৈরির কারখানাগুলো বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বহু শ্রমিক এসব শিল্পে কাজ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ৬ লাখের মতো বাংলাদেশি থাকেন। তাদের কাছ থেকে ২০১৯-২০ অর্থবছরে ১২৩ কোটি ১৩ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। গতবছরের শুরুতে করোনাভাইরাস মহামারী শুরু হলে প্রবাসে থাকা অনেক শ্রমিকের মতো মালয়েশিয়া থেকেও ফিরে আসেন অনেক বাংলাদেশি। কিন্তু মালয়েশিয়া সরকার বিদেশিদের ফেরার পথ বন্ধ রাখায় তারা বিপাকে পড়েন।
প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য, একটি পদ্ধতির বিষয়ে আজ সম্মতি দিয়েছে স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট। তবে অন্যান্য শিল্পের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের কোটা এবং তাদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে কোভিড-১৯ নেগেটিভ সনদধারী অনেকের মধ্যে তা আবার শনাক্ত হওয়ায় গত বছর ২৩ জুন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছিল দক্ষিণ কোরিয়া। সাড়ে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে ভিসা আবেদন গ্রহণ শুরু করলেও আবার আগের চিত্র দেখা যায়। এরপর ১৬ এপ্রিল থেকে পুনরায় ভিসা আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছিল পূর্ব এশিয়ার দেশটি।
এবার ভিসা আবেদন গ্রহণ শুরু ঘোষণা দিয়ে কোরীয় দূতাবাস বলছে, ভ্রমণের ক্ষেত্রে দুই ডোজ টিকা নেওয়া এবং ভ্রমণের আগে-পরে কোভিড সংক্রমণ এড়াতে সর্বোচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের উপদেশ দেওয়া হচ্ছে। কোরীয় দূতাবাস সতর্ক করেছে, দেশটিতে যাওয়ার পর যাত্রীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার হার বাড়তে থাকলে আবারও ভিসা আবেদন নেওয়া বন্ধ করা হবে। এর মধ্যে ২০ অক্টোবর বাংলাদেশ থেকে যাওয়া দুই যাত্রীর মধ্যে কোভিড সংক্রমণ ধরার পড়ার বিষয়কে উদ্বেগজনক পরিস্থিতি হিসাবে অভিহিত করেছে দূতাবাস।

পূর্ববর্তী নিবন্ধপীরগঞ্জে মাঝিপাড়ায় সহিংসতার অন্যতম হোতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআরসাকে দায়ী করছে রোহিঙ্গারা