আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশি মুরব্বীদের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। বিএনপি ও তাদের কথিত মিত্ররা যারা প্রকৃতপক্ষেই ৭১ এর পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করে তারা নির্লজ্জ, মিথ্যাচার এবং লক্ষ কোটি ডলার বিনিয়োগ করে বিদেশে লবিস্ট নিয়োগ করায় বাংলাদেশের উপর এখন শকুনের কুদৃষ্টি পড়েছে। তিনি বিএনপি–জামাতের উদ্দেশে বলেন, এরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায় এবং তারা এও জানে যে এই দেশে একাত্তরের বিজয়ী শক্তির ধারকরাই ক্ষমতাসীন। যেহেতু এরা স্বাধীনতা বিরোধী সেহেতু তারা একাত্তরে যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার জন্য ওদের দ্বারস্থ হয়েছে।
তিনি গতকাল সোমবার সকালে চট্টগ্রাম–১০ আসনের আওতাধীন মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড, থানা আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদক, আহ্বায়ক–যুগ্ম আহ্বায়কদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম–১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, শফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মোহাম্মদ হোসেন, আহমেদুর রহমান সিদ্দিকী, সৈয়দ আমিনুল হক, আবদুল লতিফ টিপু, বেলাল আহমদ, সিদ্দিক আহমদ, সৈয়দ মো. জাকারিয়া, আবুল কাসেম, আতিকুর রহমান, আবদুল্লাহ আল ইব্রাহিম, অধ্যাপক মো. ইসমাইল, আসলাম হোসেন, কায়সার মালিক, দিলদার খান দিলু, শওকত আলী, নাজিমুল ইসলাম মজুমদার, এরশাদ উল্লাহ, লুৎফল হক খুশি, আবদুল হান্নান প্রমুখ।







