বে টার্মিনাল, মাতারবাড়ি টার্মিনাল এবং নিউমুরিং কন্টেনার টার্মিনালসহ (এনসিটি) চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে গতকাল রোববার প্রধান উপদেষ্টার দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) কমডোর কাওসার রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্দরের টার্মিনালগুলোর সার্বিক অবস্থা সম্পর্কেও প্রধান উপদেষ্টার দূতকে অবহিত করা হয়। বিদেশের খ্যাতনামা বিভিন্ন টার্মিনাল অপারেটরের প্রস্তাবনা এবং সেগুলোর বর্তমান অবস্থান সম্পর্কেও আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে। দীর্ঘ বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ এবং পরিচালনায় যোগ দিতে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও আলোচনা হয়। তবে গতকালের বৈঠকে কোনো টার্মিনালের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্র জানায়। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প, নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার বিদ্যমান পরিস্থিতি এবং মাতারবাড়ি টার্মিনালসহ বন্দরের বিভিন্ন প্রকল্প ও টার্মিনালের সার্বিক অবস্থার ব্যাপারে খোঁজ নেন এবং আলোচনা করেন। বৈঠকে অংশগ্রহণকারী বন্দরের শীর্ষ কর্মকর্তারা সবগুলো বিষয়ে তাকে ধারণা দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি বন্দর এবং নিউমুরিং কন্টেনার টার্মিনালে বিনিয়োগ এবং পরিচালনার জন্য সিঙ্গাপুর পোর্ট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আগ্রহ দেখিয়ে প্রস্তাব প্রদান করেছে। বিশ্বব্যাংকও বে টার্মিনালে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে ঋণ সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।