বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল বাংলাদেশ

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

দুই বছর আগে কোভিড মহামারী হানা দেওয়ার পর বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ। পরিস্থিতির উন্নতিতে অন্য শ্রেণীর ভিসা দেওয়া শুরু হলেও ট্যুরিস্ট ভিসা বন্ধই ছিল।
গতকাল সোমবার বিদেশি পর্যটকদের জন্য জারি করা বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।
মাহবুব বলেন, কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ নিয়ে পর্যটকদের জন্য দ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
মহামারীতে দেশের পর্যটন শিল্প বেশ ক্ষতির মুখে পড়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ও টেকসই পর্যটন উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাত কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিজিএমইএর প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল