বিদেশি টিভি চ্যানেল বন্ধে দর্শকরা যা বললেন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

বিজ্ঞাপনযুক্ত বিদেশি টিভি চ্যানেলের সমপ্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অধিকাংশ দর্শক। কেউ আবার বলছেন সংস্কৃতির আদান প্রদানের জন্য বিদেশি চ্যানেলগুলোরও প্রয়োজন রয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে দেশের সমপ্রচার নীতিমালা ভঙ্গ করে বিজ্ঞাপন সহ অনুষ্ঠান সমপ্রচার করেছে বিদেশি টিভি চ্যানেলগুলো। এতে একদিকে যেমন দেশিয় টিভি চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি দেশিয় বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচারের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। শুধু তাই নয়, দেশজ সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিভিন্ন নাটক বা অনুষ্ঠান দেখার মাধ্যমে নানাভাবে দর্শকদের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে।
বিশেষ করে ভারতীয় টিভি সিরিয়ালগুলোর বিষয়বস্তু আবর্তিত হয় ষড়যন্ত্র, কূটচাল, পরকীয়া সহ মূল্যবোধহীন ঘটনাকে উপজীব্য করে। সেই বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের ক্লিন ফিড কর্মসূচির কারণে দেশের টিভি চ্যানেলগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের টিভি চ্যানেলগুলো তাদের নাটক বা অনুষ্ঠানের মানোন্নয়নে সচেষ্ট হবে। গত ১ অক্টোবর থেকে আর দেখা যাচ্ছে না এসব চ্যানেলের কোনো সম্প্রচার।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় টিভি সিরিয়ালে বাংলাদেশের পারিবারিক বন্ধন নষ্ট হয়েছে
পরবর্তী নিবন্ধফাইনালে যাওয়ার লড়াই আজ