পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত ওমর ফারুক (২৪) নামে পলাতক এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উখিয়ার ১৩ নং তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। সে উখিয়ার বালুখালীর ১২ নং ক্যাম্পের জি/১ ব্লকের সলিমুল্লাহ ছেলে। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত আসামি পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত দুষ্কৃতিকারী। সে মিয়ানমারে চলমান জান্তা সরকার বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে সম্প্রতি গোপনে ফিরে ক্যাম্প-১২ তে অবস্থান করছিল। পুনরায় মিয়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিল। যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ ক্যাম্প-১৩ এর এপিবিএন সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক ওমর ফারুক আরসার একজন সশস্ত্র সন্ত্রাসী। তল্লাশী করে তার কোমড়ের ডান পাশে গুঁজানো অবস্থায় ১ টি আমেরিকার তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, ০১ টি ম্যাগজিন এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।












