গার্মেন্টস এক্সেসরিজ অর্ডার করে আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় এক বিদেশিসহ দুজনের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন, ঢাকার লেনী ফ্যাশনস লিমিটেডের পরিচালক ওয়াসিম এবং কান্ট্রি হেড জিগনেশ পেটেল। জিগনেশ একজন ভাতরীয় নাগরিক। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেন। বাদীর আইনজীবী শহীদুল আলম রাহাত আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। উক্ত গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়ে আসার পর সম্পদ ক্রোকের এ আদেশ দিয়েছেন আদালত। আদালতসূত্র জানায়, বায়েজিদ এলাকায় অবস্থিত কেডিএস এঙেসরিজ থেকে মালামাল অর্ডার করে এবং গ্রহণ করে প্রতারণামূলকভাবে তা আত্মসাৎ করেছিলেন আসামিরা। আত্মসাৎকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে ১৫ লাখ টাকা। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার শিমূল সেন বাদী হয়ে গত বছর আদালতে মামলাটি করেন। আদালতসূত্র আরো জানায়, কেডিএস এঙেসরিজ গ্রহণ করে আত্মসাতের ঘটনায় আরো কয়েকটি মামলা রয়েছে। এসব মামলাতেও আসামিদের বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।











