বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নির্বাচনের আগেপরে ডাকে সাড়া না দিয়ে বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এখন এ সরকারের সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো যাতে কাজ না করে, সেজন্য তারা নানা কায়দা করার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর সব সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দেশের জনগণ তাদের কালো পতাকা দেখিয়েছে। আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। সুতরাং বিএনপির কালো পতাকা মিছিল করে কোনো লাভ নেই। খবর বাংলানিউজের।

তিনি বলেন, বিএনপি কাকে কালো পতাকা দেখাতে চায়? জনগণ ইতোমধ্যে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনের আগে তারা বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছিল। বিদেশিরা তাদের কথায় সাড়া দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, বহু কিছুর কথা তারা বলেছিল। তাদের সেই ডাকে বিদেশিরা সাড়া দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকায়
পরবর্তী নিবন্ধ৭৮৬