বিদেশগামী যাত্রীর হয়ে নিজের নমুনা দিতে গিয়ে সৈয়দ মো. মতিন নামে একজন আটক হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তি আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার মৃত মো. সৈয়দের পুত্র। কোতোয়ালী থানার উপ–পরিদর্শক (এসআই) মো. ইমরান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিদেশে যেতে করোনা নেগেটিভ হতে হয়। যার কারণে বিদেশগামী যাত্রীরা হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করবেন, সেটাই নিয়ম। কিন্তু এক বিদেশগামী যাত্রী সৈয়দ মো. মতিনকে দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করেন। বিদেশগামী যাত্রীর স্থলে এবং তার কাগজপত্র নিয়ে সৈয়দ মো. মতিনই নমুনা দিতে গিয়েছেন। একপর্যায়ে
ফরম পূরণ করতে গিয়ে তিনি ধরা পড়েন। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ আমাদেরকে জানালে আমরা তাকে আটক করি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, সৈয়দ মো. মতিন নামের ওই লোককে আমরা ৫৪ ধারায় গ্রেপ্তার করেছি। হাসপাতাল কতৃপক্ষ যদি অভিযোগ দায়ের করেন, আমরা তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।