বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন ওঝঙ ১৫১৮৯:২০১২ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ার বিদেশগামীদের কোভিড মুক্ত সনদ প্রদানের অনুমোদন পেয়েছে। এখন থেকে যেকোনো দেশে যাবার জন্য এপিক হেলথ কেয়ারে কোভিড টেস্ট করা যাবে। সপ্তাহে ৭ দিন নমুনা সংগ্রহ করবে এপিক হেলথ কেয়ার। স্যাম্পল কালেকশান হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পুরাতন ভবনের বিপরীতে অবস্থিত আন্দরকিল্লা শাখায়। দিনে দুইবার রিপোর্ট পাওয়া যাবে। যাত্রীদের টেস্ট করার সময় বিমানের টিকেট, অরিজিনাল পাসপোর্ট, কোভিড টিকা সনদ আনতে হবে। এপিকে কোভিড পরীক্ষায় সরকার নির্ধারিত ২৫০০ টাকার বাইরে অন্য কোন ফি নেয়া হবে না এবং যাত্রীদের বিশ্বমানের রিপোর্ট অন টাইমে দেওয়া হবে। এছাড়াও নিয়মিত রোগিদের কোভিড জঞ-চঈজ ও কোভিড এন্টিজেন সেবা চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।