১৯ দিনব্যাপী চুনতির ৫৫তম সীরাতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবসের প্রধান অধিবেশন বাদ মাগরিব বিদায় হজ্বের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনায় আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, বিদায় হজ্বের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল, যা মানবজাতির সর্বজনীন অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার মূর্তপ্রতীক। বিদায় হজ্বের ভাষণ মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। এতে যে সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের শিক্ষা দেওয়া হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান শিক্ষণীয় দলিল। মহানবী (সা.) এই বক্তব্যের মাধ্যমে বিশ্ববাসীর সামনে পেশ করে গেলেন একটি সার্বজনীন জীবনাদর্শ। সমাপনী দিবসে বিশেষ মেহমান ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সমাপনী দিবসে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ. ক. ম আবদুল কাদের, আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, কুমিল্লা নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী। অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।