বিদায় শরৎ

জাহেদুল আলম (রিফাত) (৩১,৮৪৪) | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বিদায় নিচ্ছে শরৎকাল অক্টোবরে এসে
নীল আকাশে সাদা বক উড়ছে হেসে হেসে।
মাতাল হাওয়ায় কাশ ফুলেরা নাচানাচি করে
শিউলি ফুল ফুটবে হয়তো মানবের তরে।

শরৎ সবার প্রিয় ঋতু কাশফুল ফোটে বলে
হঠাৎ করে বৃষ্টি আসে শিউলি ভিজে জলে।
শরৎ মানেই খুশির আমেজ বিজয়ার বার্তা
এসব সৃষ্টির কারিগর মহান সৃষ্টিকর্তা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা মানে
পরবর্তী নিবন্ধআগমন