সাড়ে তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন হাশিম আমলা। এরপর খেলছিলেন ঘরোয়া ক্রিকেট। এবার সবধরনের ক্রিকেটকেই না বলে দিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন আমলা দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে করেছেন ৩৪ হাজার ১০৪ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্টে তার রান ৯ হাজার ২৮২। সাদা পোশাকে তার সেঞ্চুরি ২৮টি।