বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন। এস্তোনিয়ার ৩৫ বছর বয়সী কাইয়া কানেপির বিপক্ষে মাত্র ৬৪ মিনিটে ৬-৩, ৬-২ গেমে হেরে যান ২২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের তারকা কেনিন। মেয়েদের এককে পরের রাউন্ডে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। স্বদেশি দারিয়া গ্যাব্রিলোভাকে ৬-১, ৭-৬ (৯-৭) গেমে হারান তিনি। পুরুষ এককে ঘাম ঝরানো জয় পেয়েছেন পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। ওয়াইল্ড কার্ডে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার থানাসিকে পাঁচ সেটের লড়াইয়ে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৪ গেমে হারান এই গ্রিক। তৃতীয় রাউন্ডে আরও উঠেছেন রাশিয়ার সপ্তম বাছাই আন্দ্রি রুভলেভ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধনির্বাচক হিসেবে কাজ শুরু করেছেন রাজ্জাক