রাঙামাটিতে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে তাকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এর আগে বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা দেয় রাঙামাটি প্রেস ক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা।
সেখানে বিদায়ী জেলা প্রশাসক বলেন, আমি তিন বছর দায়িত্বে ছিলাম। যতদিন দায়িত্বে ছিলাম, জেলাবাসীর কল্যাণ, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করেছি। এখানকার জনগণ ও সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন। নতুন জেলা প্রশাসককেও সেভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আমি রাঙামাটি জেলার উন্নয়নে কাজ করবো। চেষ্টা করবো জেলাবাসীর কল্যাণে কাজ করার। রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।












