করোনা স্বাভাবিকভাবে সবার জীবনে প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব উল্লেখযোগ্য কিন্তু বিথম কলেজ অব প্রফেশনালস আগে থেকে যেহেতু অনলাইন এবং এসাইনমেন্ট বেসিস শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, সেহেতু এর শিক্ষার্থীদের কোনো ধরনের বিলম্ব ছাড়া শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
আসন্ন সেমিস্টারে ভর্তি উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার বিথম কলেজ অব প্রফেশনালস-এ আয়োজন করা হয়েছে ‘ওপেন ডে এবং স্পট এডমিশন’। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিথম কলেজ ক্যাম্পাসে এই ভর্তি উৎসবে যেকোনো কোর্সে ভর্তি হলেই শিক্ষার্থী কোনো ধরনের হিডেন চার্জ এবং শর্ত ছাড়াই উপহার পাবেন একটি ল্যাপটপ। সাথে রয়েছে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপ, ফ্রি গিফট প্যাকেট এবং ক্যারিয়ার বিষয়ে নানা ধরনের পরামর্শ।
এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ মো. জাকের হোসেন বলেন, “করোনার কঠিন বাস্তবতার নিরিখে সরকার এইচএসসি ফলাফল প্রকাশ করে লাখো শিক্ষার্থীর মনে স্বস্তি এনে দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরাও চাই যোগ্যতা অনুসারে তরুণ এই প্রজন্ম কর্মক্ষেত্রে বাস্তবধর্মী ক্যারিয়ারের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাক।”
উল্লেখ্য, বিথম কলেজ অব প্রফেশনালস আন্তর্জাতিক মানের ইউকে এবং ল্যাটিন আমেরিকান ডিগ্রি সুনামের সাথে প্রদান করে আসছে। এই প্রতিষ্ঠান ওটিএইচএম, ইউনিভার্সিটি অব চিচেস্টার এবং ইউনিভার্সিটি অব এজটেকা-এর ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার হিসেবে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি প্রদান করছে।
এখানকার ফ্যাকাল্টি মেম্বারের মধ্যে রয়েছেন বিদেশী ডিগ্রিধারী অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে।
এখানকার শিক্ষার্থীরা ইতিমধ্যে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, হোটেল পেনিনসুলা, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, হোটেল কক্স টুডে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করে বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন।
বিস্তারিত জানতে চলে আসুন আর.আই টাওয়ার (৫ম তলা), ২৩/এ এম এম আলী রোড, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম, ফোন করুন: ০১৮৪২৫৯৮৭০০ অথবা ভিজিট করুন http://www.bithm.org