বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ঘড়ারপব ঈঁঢ় ২০২৪’ নবীন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরন ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড.এস.এম শোয়েভ। ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক কুশলব কুমার নাথের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আনিসুর রহমান। অতিথি ছিলেন ডিবেটিং ক্লাবের উপদেষ্টা জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী, ইংরেজী বিভাগের শিক্ষক ঝিনুফার ইয়াসমিন, ফার্মেসী বিভাগের শিক্ষক মাহবুবা খানম স্বর্ণা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিজোয়ানা হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ছাত্র–ছাত্রীদের মেধা বিকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ক্লাব সমূহ গঠন করেছে, তারই ধারাবাহিকতায় ডিবেটিং ক্লাব নবীন বিতার্কিকদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করায় আমি ক্লাবের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুশীলন ও চর্চা ছাড়া কোন কিছুতেই মেধার বিকাশ ও দক্ষতার স্বাক্ষর রাখা যায় না। বিতর্ক যে কোন বিষয়ে যুক্তি উপস্থাপনের মাধ্যমে মেধাকে শাণিত করে। বিতর্কে নিযুক্ত হলে শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনার মাঝেই থাকতে হয়। একাডেমিক জ্ঞানের পাশাাপাশি দেশ–বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানার্জন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। ছাত্র–ছাত্রীদের এই বিতর্ক চর্চা অব্যাহত থাকলে অবশ্যই তারা বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন ভাবে গৌরব বয়ে আনবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২টি দলের অংশগ্রহনে ৩৬জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এই প্রতিযোগিতার ফাইনালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাঈম উদ্দিন তুষার,আইন বিভাগের নুসরাত জাহান মীম, নিশু রানী দাশকে নিয়ে গঠিত শহীদ ফয়সাল আহমদ দল চ্যাম্পিয়ন এবং আইন বিভাগের মেজবাহ উদ্দিন বাবলু, ফার্মেসী বিভাগের খাদিজাতুল সেলিম, আইন বিভাগের নিলি দাশকে নিয়ে গঠিত শহীদ ওয়াসিম আকরাম দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।