বিতর্কে বাইডেনের বিপর্যয়ের জন্য দায়ী খারাপ প্রস্তুতি, ক্লান্তি

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১১:২৯ পূর্বাহ্ণ

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে জো বাইডেনের বিপর্যয়ের জন্য তার সবচেয়ে উর্ধতন উপদেষ্টাদের ধারাবাহিক কিছু সিদ্ধান্তকে দায়ী করেছেন সমালোচকরা। ওই সিদ্ধান্তগুলো বাইডেনকে ভুলপথে চালিত করছে বলে ধারণা তাদের। ডেমোক্র্যাটিকদের মিত্র, দাতা এবং সাবেক ও বর্তমান সহযোগীদের সাক্ষাৎকারগুলো থেকে এমনটি দেখা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। খবর বিডিনিউজের। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাঠে নামার আগে গত বৃহস্পতিবার প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডেমোক্র্যাট বাইডেন আর রিপাবলিকান ট্রাম্প, যেখানে বয়সী দুই প্রার্থী একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রমণ শানান। কিন্তু ৯০ মিনিটের বিতর্কে ট্রাম্পের (৭৮) একের পর এক কথার বাণে ঘায়েল হন বাইডেন, যদিও সেগুলোর অধিকাংশই ছিল মিথ্যা তথ্যে ভরা এবং অনেকদিন ধরেই বলে আসা পুরনো বিষয়। এমনকি ২০২০ সালের নির্বাচনে আসলে তিনি জিতেছিলেন বলেও দাবি করেন ট্রাম্প। কিন্তু এসবের কোনো সদুত্তর দিতে পারেননি বাইডেন, জবাব দিতে গিয়েই মাঝেমধ্যে হোঁচট খাচ্ছিলেন, খেই হারিয়ে ফেলছিলেন। বাইডেনকে বেশ কয়েকবারই কর্কশকণ্ঠে কথা বলতে গিয়ে খাবি খেতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৭ বছর পর পাওয়া গেলো রুজভেল্টের পকেট ঘড়ি
পরবর্তী নিবন্ধকানাডায় ৮ শতাধিক ফ্লাইট বাতিল