বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট বারে দুলালকে বিজয়ী ঘোষণা

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচন শেষে নানা বিতর্কের মধ্যে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ভোট ‘পুনর্গণনা’ করে সম্পাদক পদে আবদুর নূর দুলালকে জয়ী ঘোষণা করেছেন। তবে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গতকাল বুধবার বিকালে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরোধিতা এবং মারামারির পর ব্যালট রাখার কক্ষে অবস্থান নেন সমিতির বিদায়ী সহসভাপতি মো. অজি উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। খবর বিডিনিউজের।

নিজেকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির নতুন আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে রাত ১০টায় ভোট পুনর্গণনার ফল ঘোষণা করেন অজি উল্লাহ। তিনি জানান, আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রুহুল কুদ্দুস কাজল ২ হাজার ৮৪৬ ভোট পেয়েছেন। অর্থাৎ, দুলাল তার প্রতিদ্বন্দ্বী কাজলের চেয়ে ৪৫ ভোট বেশি পেয়েছেন।

ফল ঘোষণার পরই সমিতিতে সম্পাদকের কক্ষে চেয়ারে বসেন দুলাল। এ সময় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে এই কক্ষে সম্পাদকের নামফলক পাল্টে রুহুল কুদ্দুস কাজলের বদলে আবদুন নূর দুলালের নাম সাঁটানো হয়। বিএনপি সমর্থক আইনজীবীরা এই ভোট পুনর্গণনার বিরোধিতা করে আসছিলেন।

বিকালে সমিতির সম্মেলন কক্ষে ঢুকতে তারা অজি উল্লাহদের বাধা দিয়ে মারামারিও বাধে। সমিতির বিদায়ী সম্পাদক রুহুল কুদ্দুস কাজল দুপুরে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, অজি উল্লাহ নির্বাচন পরিচালনায় উপ-কমিটির আহ্বায়ক হিসেবে যে দাবি করছেন, তা বৈধ নয়।

পূর্ববর্তী নিবন্ধফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
পরবর্তী নিবন্ধলরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জট, ভোগান্তি