দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল কারা হবে সেই প্রশ্নের মধ্যেই ১১টি আসন পাওয়া জাতীয় পার্টি তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে। এছাড়া দলটির কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে মহাসচিব চুন্নু জানান। জিএম কাদেরের সভাপতিত্বে এ সভায় জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়। সভায় এসব মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়। নিয়ম অনুযায়ী, জাতীয় পার্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে সম্মতি দিলে তবেই বিষয়টি কার্যকর হবে। খবর বিডিনিউজের।
সাধারণ ধারণা হল, আসন সংখ্যায় সংসদের দ্বিতীয় বৃহত্তম দল যাকে নেতা নির্বাচিত করবে, তিনিই বিরোধীদলীয় নেতার আসন পাবেন। তার দলই হবে সংসদের প্রধান বিরোধী দল। গত দুটি নির্বাচনের মত এবারও দলীয়ভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। সে কারণে তারা দাবি করছে, দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল তারাই।
কিন্তু তাদের চেয়ে প্রায় ছয় গুণ আসনে দলনিরপেক্ষ প্রার্থীরা জিতে আসায় এবার আলোচনা ঘুরে গেছে। প্রশ্ন উঠেছে, স্বতন্ত্ররা জোট করে প্রধান বিরোধী দল হতে পারবে কিনা। আইন ও সংবিধান বিশেষজ্ঞরাও বলে আসছেন, আইনত এটা ‘সম্ভব’। সংসদের কার্যপ্রণালী বিধিতে ‘বিরোধী দলীয় নেতা’ এর সংজ্ঞায় বলা হয়েছে-‘স্পিকারের বিবেচনামতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা।
সংসদে বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। বিরোধী দলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশে তাদের সুযোগ সুবিধা নির্ধারণ করা রয়েছে। সংসদ ভবনে তাদের কার্যালয়ও রয়েছে।
এখন জাতীয় পার্টির সংসদীয় দল সভা করে বিরোধী দলীয় নেতা, উপনেতা, বিরোধী দলীয় প্রধান হুইপ ও হুইপ মনোনীত করলেই তা অনুমোদন পাবে? সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন, আইন–বিধি অনুযায়ী এ বিষয়ে স্পিকারের অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম পরিস্থিতি আগে হয়নি মন্তব্য করে তিনি বলেন, দলের সংসদীয় দলের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু তা স্পিকারের কাছে গৃহীত হয় কিনা তা দেখতে হবে। স্পিকারের বিবেচনামতে কী সিদ্ধান্ত আসে এখন অপেক্ষা করতে হবে।