কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ। খবর বিডিনিউজের।
তিনি জানান, আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে পাঠান হবে। গতকাল মঙ্গলবার ভোর রাতে মুফতি কাজী ইব্রাহিমকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় আসা কথিত এই ধর্মীয় বক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে ঢাকার পুলিশ কমিশনার মুহাঃ শফিকুল ইসলাম জানিয়েছিলেন। কাজী ইব্রাহিম সম্প্রতি বেশ কিছু বিষয়ে ‘খুবই উগ্র’ বক্তব্য দিয়েছেন এবং ‘অবৈজ্ঞানিক’ কিছু কথা বলেছেন বলে দুপুরে মন্তব্য করেন পুলিশ কমিশনার।
করোনাভাইরাসের টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’ এ ধরনের বক্তব্যসহ ইব্রাহিমের বিভিন্ন ধরনের বক্তব্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।