সিংহ মামা শীতে কাঁপে
বাঘের গায়ে জ্বর,
শেয়াল পণ্ডিত মুরগী পড়ায়
বেজির মনে ডর।
বনের বিড়াল ইঁদুর ধরে
কড়মড়িয়ে খায়,
খবর পেয়ে ঈগল এসে
ভাগ বসাতে চায়।
বিড়াল বলে বলছো এ কি
কেনো চাচ্ছো ভাগ?
আমি কিন্তু খামচি মারব
তুলে দিলে রাগ!
কথা শুনেই ক্ষিপ্ত ঈগল
বিড়ালের ঘাড় ধরে,
শাঁশাঁ করে চলে যায় সে
আকাশ পানে উড়ে।