বিড়ালের পরাজয়

মোঃ আশতাব হোসেন | বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সিংহ মামা শীতে কাঁপে

বাঘের গায়ে জ্বর,

শেয়াল পণ্ডিত মুরগী পড়ায়

বেজির মনে ডর।

বনের বিড়াল ইঁদুর ধরে

কড়মড়িয়ে খায়,

খবর পেয়ে ঈগল এসে

ভাগ বসাতে চায়।

বিড়াল বলে বলছো এ কি

কেনো চাচ্ছো ভাগ?

আমি কিন্তু খামচি মারব

তুলে দিলে রাগ!

কথা শুনেই ক্ষিপ্ত ঈগল

বিড়ালের ঘাড় ধরে,

শাঁশাঁ করে চলে যায় সে

আকাশ পানে উড়ে।

পূর্ববর্তী নিবন্ধএই যে দাদু
পরবর্তী নিবন্ধএকটি ছড়া