বিটি জোন আয়োজিত স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

বিটি জোন আয়োজিত স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গত মঙ্গলবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। উত্তেজনা পূর্ণ এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন জালাল এবং সাইমি জুটি। রানার আাপ হয়েছেন আনার এবং ফায়সাল জুটি। ম্যাচ শেষে পূরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন আওামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরী শাখার নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান । পুরষ।কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ শুপিক আনোয়ার, আরমান চোধুরী, জাবেদ আলম, আমজাদ চোধুরী। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচর হারপাড়ায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বল বাংলাবাজার ঘাঠে নৌকা বাইচ অনুষ্ঠিত