বিটিসিএল ধ্বংসের অপরাজনৈতিক শক্তির চক্রান্ত রুখে দাঁড়াতে হবে : নওফেল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্বাধীনতা বিরোধী অপরাজনৈতিক শক্তি টেলিকমিউনিকেশন ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে নানামুখী ষড়যন্ত্র করে চলেছে। এর কারণ ডিজিটাল বাংলাদেশকে ধ্বংস করা। এই চক্রান্তকারীরা বিটিসিএল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাউকে কাউকে প্রভাবিত করে অশুভ ফায়দা লুটতে চায়। মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে ধারণ করে বিটিসিএল এর যে সমস্ত শ্রমিক কর্মচারীরা নিবেদিত আছেন তাদেরকে পরিস্থিতি মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করে বিটিসিএলকে রক্ষা করতে হবে।
তিনি গতকাল বুধবার বিটিসিএল কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমদের সঞ্চালনায় ও সিবিএ নেতা রহিম উল্লাহর সঞ্চালনায় আঞ্চলিক উপ কমিটির সম্মেলন কমিটি গঠনকল্পে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, আবুল হোসেন আবু। প্রধান বক্তা ছিলেন, মোজাম্মেল হক ছিদ্দিকী শামীম। বক্তব্য দেন, সাবের আহমদ, জাহাঙ্গীর দেওয়ান, মুন্সি আবদুর রহমান ফারুক, রায়হান উদ্দিন, মকবুল আহমদ, শহীদুল ইসলাম, আবদুর রউফ, সাইফুল ইসলাম, এম এ কে জাহাঙ্গীর, মো. শফিউল্লাহ, সাজেদুল হক, জানে আলম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবের আহমদকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয় এবং এই কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্তৃক অনুমোদিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনিবন্ধিত ব্যক্তিরা ক্রমানুসারে হজে যেতে পারবেন
পরবর্তী নিবন্ধফজলুল কবির চৌধুরীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ