বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ৫ দিনব্যাপী ঈদ আয়োজন

আজাদী অনলাইন | বুধবার , ১২ মে, ২০২১ at ২:৩৪ অপরাহ্ণ

ঈদ মানেই টিভি পর্দায় বর্ণাঢ্য আয়োজন। আর প্রতিবারের মতো এবারো বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ঈদ উপলক্ষে ৫ দিনব্যাপী সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি।
এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন।
এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো হচ্ছে ঈদুল ফিতরের আগের দিন: রাত ৯টায় মিউজিক্যাল শো- গ্র্যান্ড স্টুডিও, রাত সাড়ে ৯টায় শ্যাম সুন্দর ও শেফালী ঘোষের গান নিয়ে অনুষ্ঠান- কি প্রেম শিখাইলা, রাত সাড়ে ১০টায় সংগীতানুষ্ঠান- মিউজিক স্টেশন। ঈদের দিন: সকাল ১১টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে অনুষ্ঠান- পাহাড়িয়া মন, দুপুর ২.৩০ মিনিটে আঞ্চলিক গানের অনুষ্ঠান- সাম্পানওয়ালার মাঝি, সন্ধ্যা ৬টায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান- ব্যান্ড শো, সন্ধ্যা সাড়ে ৬টায় ঈদ আড্ডা- পঞ্চমালা, সন্ধ্যা সাড়ে ৭ টায় নৃত্যানুষ্ঠান- ছন্দে আনন্দে, রাত ৯টায় টেলিফিল্ম- ফরেস হার্ট, রাত সাড়ে ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান- ঈদ কার্ড।
ঈদের ২য় দিন: দুপুর ২.৩০ মিনিটে দ্বৈত গানের অনুষ্ঠান- যুগল বন্দী, সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীতানুষ্ঠান- মিউজিক স্টেশন, সন্ধ্যা ৭.২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান- ছন্দে আনন্দে (পর্ব:২), রাত ৯টায় টেলিফিল্ম- হারানো সুর (পর্ব:১), রাত সাড়ে ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান: ঈদ আনন্দ।
ঈদের ৩য় দিন: দুপুর ২.৩০ মিনিটে আঞ্চলিক গানের অনুষ্ঠান- সাম্পানওয়ালার মাঝি (পর্ব:২), বিকাল সাড়ে ৫টায় চলচ্চিত্রের গান ও কথা নিয়ে অনুষ্ঠান- রূপালী ফিতার কথা, সন্ধ্যা ৬টায় রম্য নাটিকা- ঈদের হাসি ঈদের খুশি (পর্ব:১), সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীতানুষ্ঠান- মিউজিক স্টেশন, সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান- ব্যান্ড শো, রাত ৯টায় টেলিফিল্ম- হারানো সুর (পর্ব:২), রাত সাড়ে ১০টায় নৃত্যানুষ্ঠান- ছন্দে আনন্দে (পর্ব:৩)।
ঈদের ৪র্থ দিন: সন্ধ্যা ৬ টায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান- ব্যান্ড শো, রাত ৯টায় সংকলিত মিউজিক্যাল শো- গ্র্যান্ড স্টুডিও, রাত সাড়ে ৯টায় রম্য নাটিকা- ঈদের হাসি ঈদের খুশি (পর্ব:২), রাত সাড়ে ১০টায় হারানো দিনের গানের অনুষ্ঠান- এত সুর এত গান, রাত ১১টায় চলচ্চিত্রের গান ও কথা নিয়ে অনুষ্ঠান- রূপালী ফিতার কথা। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য জানান, দর্শকদের চাহিদা অনুযায়ী প্রতিবারের মত এবারো ঈদুল ফিতরের অনুষ্ঠান সাজানো হয়েছে। ৫ দিনব্যাপী মনোমুগ্ধকর নানা আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা
পরবর্তী নিবন্ধউত্তর জেলা যুবদলের ঈদ উপহার সামগ্রী বিতরণ