অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ দেখান মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়ক বন্ধ করে অবস্থান নিলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা। খবর বিডিনিউজের।
আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গেল রোববার ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়। সেদিন ঢাকার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভও দেখান ব্যবসায়ীরা, এর একদিন বাদে মঙ্গলবার ঢাকার প্রগতি সরণিতে সড়ক আটকে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারীরা বলছেন, এই প্রক্রিয়ার কিছু সংস্কার, ন্যায্য করনীতি প্রণয়ন,একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তাদের কিছু দাবি ও প্রস্তাব রয়েছে। এ বিষয়ে তাদের কথা না শুনেই সরকার একতরফা এনইআইআর চালু করতে যাচ্ছে। সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ নানা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা আগের দিন দেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সেই অনুযায়ী দোকান বন্ধ রেখে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান তারা।












