বিজয় মানে শিশির ভেজা
সকাল বেলার ফুল।
বিজয় হলো পল্লী মায়ের
ঝলমলে কানের দুল।
বিজয় হলো মায়ের কোলে
সদ্য শিশুর হাসি।
বিজয় মানে বীরঙ্গনার
দুঃখ সর্বনাশী
বিজয় মানে পাগলী মায়ের
এলামেলো কেশ।
বিজয় মানে নয়টি মাসের
হাজার কষ্ট ক্লেশ।
বিজয় মানে ১৬ই ডিসেম্বর
মেঘ হীন খোলা আকাশ।
বিজয় হলো আকাশ জুড়ে
স্বাধীনতার মাস।












