মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় র্যালির প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকালে সার্কিট হাউসে বিজয় র্যালির আহবায়ক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা বিরোধী অপশক্তির শকুনরা খামচে ধরার অপচেষ্টায় লিপ্ত। তাদের দাত ভাঙা জবাব দিতে জাতি আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রস্তুতি সভায় তিনি আগত সরকারি সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সভায় বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামন, উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন, ব্যাটিলিয়ান এডজুডিকেটর এম এ রাকিব, এএসপি উর্মি দে, এডিসি মো. আমিনুল ইসলাম, এএসপি আক্তারুজ্জামান, সহকারী পরিচালক মো. আব্দুল মালেক, সার্কেল এড. মো. আলাউদ্দিন, এএসপি হাসান ইকবাল চৌধুরী, সিনিয়ার জেল সুপার গিয়াস উদ্দিন, ক্যাপ্টেন আতাউর রহমান, পুলিশ পরিদর্শক শহিদুল আলা, চন্দর ধর, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, অধ্যাপক মাহবুবুল আলম, আনসার উল্লাহ সৌরভ, ফারহান উল ইসলাম, শেখ সরফুদ্দিন সৌরভ, নুসরাত জাহান, আঁখি দে, নাছির উদ্দিন রবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।