মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে গতকাল রোববার বিকাল ৩ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বিজয় মেলা পরিষদের সাবেক কো-চেয়ারম্যান সৈয়দ ছগির আহমদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী আউটার ষ্টেডিয়ামে চলছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্যেগে পণ্য মেলা। এছাড়াও বিশেষে আয়োজনে রয়েছে বিজয় শিখা প্রজ্জ্বলন, মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধের উদ্দিপনামূলক বিভিন্ন অনুষ্ঠান। এবারের মেলার আকর্ষণ চিরায়িত বাঙালির গৌরব উজ্জল অহংকার কারু শিল্প, চারু শিল্প, হস্ত শিল্প, মৃৎ শিল্পসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নানা প্রকার শিল্প কর্ম দ্রব্যাদি ও পণ্য সামগ্রীর সমাহার। আরো রয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আকর্ষণীয় স্টল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস.এম খসরুল আলম কুদ্দুসী, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, সৈয়দ মাহমুদুল হক, ফরিদ নেওয়াজ, শাহজাহান চৌধুরী, এস.এম.সাঈদ সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











