বিজয় মেলায় দুই স্টলের কর্মচারীদের তর্কাতর্কি থেকে মারামারি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষ দিনে পাশাপাশি দুইটি স্টলের মালামাল সরানোকে কেন্দ্র করে মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের সাথে স্থানীয় কাজীপাড়ার কিছু বখাটে যুবকের মারামারির ঘটনা ঘটে। গতকাল রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেলায় কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস আজাদীকে বলেন, মাসব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও মেলায় আসা স্টল মালিকদের মালামাল ও জিনিসপত্র সরিয়ে নিতে বাড়তি একদিন সময় দেওয়া হয়। রোববার সকাল থেকে স্টল মালিকরা মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। এ সময় পাশাপাশি দুটি স্টলের কর্মচারীদের মধ্যে মালামাল সরানো নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে একটি স্টলের কর্মচারীরা কাজীপাড়া থেকে কিছু ছেলে নিয়ে আসে। স্বেচ্ছাসেবকরা বাধা দিতে চাইলে মারামারির ঘটনা ঘটে। তবে মেলায় প্রচুর পুলিশ মোতায়েন থাকায় বহিরাগতদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। ঘটনা দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকৃষি জমির উপযোগী ধান কাটার নতুন যন্ত্র উদ্ভাবন