মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময় সভায় বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেছেন, এখন যাঁরা মুক্তিযোদ্ধা তাদের বয়স ৭০ ঊর্ধ্ব বা ছুঁই ছুঁই, তারা আস্তে আস্তে না ফেরার দেশে চলে যাবেন। তাই আগামীতে বিজয় মেলার দায়িত্ব মুক্তিযোদ্ধার সন্তানদেরই নিতে হবে। এ বছরের বিজয় মেলায় গতানুগতিকতা ও প্রথাগত কর্মপরিকল্পনার পরিবর্তন করে অনুষ্ঠানক্রমে মুক্তিযোদ্ধার সন্তানদের অর্থবহ ও কার্যকরী সম্পৃক্ততা থাকবে। তিনি গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান স্কোয়াডের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মরহুম এ,বি,এম মহিউদ্দিন চৌধুরী এই বিজয় মেলার প্রতিষ্ঠাতা। তিনি চাইতেন বিজয় মেলার সন্তানরা এই আয়োজনের দায়-দায়িত্বে আসুক। তাঁর সন্তান হিসেবে বিজয় মেলার আয়োজনের দায়িত্ব ভার কাঁধে নিয়েছি। তাই সকল মুক্তিযোদ্ধার সন্তানদের বিজয় মেলার পুরোভাগে থাকার সময় এসেছে। কাজী রাজেশ ইমরানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ, পান্টু লাল সাহা, দীপঙ্কর চৌধুরী কাজল, ফরিদ মাহমুদ, সৈয়দ তাহমিনা আকতার, আরাফাতুন মান্নান ঝিনুক, শান্তনু মিত্র, সুচিত্রা গুহ টুম্পা, রিতাফ উদ্দিন বাবু, সরিৎ ধর, নিঙন বড়ুয়া, সৈয়দ এনায়েতুর রহমান রাব্বি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।