মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে বিজয় মঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় তখনই অর্জিত হবে, যখন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারব। এ লক্ষে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তিনি যে শুভ কর্মে এগিয়ে যাচ্ছেন তার পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত। চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন।
সভায় বিশেষ অতিথি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, আমরা একটি বিজয়ী শক্তি, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিইনসি (স্পেশাল) সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা।
মরহুম এম.এ আজিজের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তার পুত্র সাইফুদ্দিন খালেদ বাহার, জহুর আহমদ চৌধুরীর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন জসিম উদ্দিন চৌধুরী। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, আহমদুর রহমান সিদ্দীকি, অমল মিত্র, নৌ কমান্ডো এ এইচ এম জিলানী চৌধুরী, নৌ কমান্ডো আনোয়ার মিয়া, নৌ কমান্ডো মো. হোসেন, নৌ কমান্ডো এমদাদুল হক, শাহ বদিউল আলম, মো. কামাল, নুরুল হক বীর প্রতীক, আবুল মনসুর চৌধুরী, সামশুল হক, সামসুদ্দিন আহমদ, কাজী আবু তৈয়ব, অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, এস এম ইউসুফ, মো. আবু তাহের, মো. হোসেন বাবু, মোহাম্মদ সবুর, কাজী দিদারুল আলম, অধ্যাপক আবু সৈয়দ, এস এম মাহবুব আলম, সৈয়দ ইকবাল আহমেদ। শেষে বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।