বিজয় দিবস শেখ রাসেল প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

বিজয় দিবস শেখ রাসেল প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। সাবেক মেয়র এম. মনজুর আলম প্রতিষ্ঠিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা-হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চসিক সাবেক মেয়র এম. মনজুর আলম।

এতে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ভ্যাট ও কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মো: ফারুক আযম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। ফাইনাল খেলায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ান হয় পাহাড়তলী কলেজ। প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ান ও রার্নাস আপ ট্রফি তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাহফুজুল হক চৌধুরী আবদুস ছাত্তার মজুমদার, বিকাশ মজুমদার, অসীম চক্রবর্তী, বাসুদেব ধর, নাসিম উদ্দিন, নজরুল ইসলাম, আলী হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর শুরু হয় এবং ৮টি স্কুল ও কলেজ অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এ্যাথলেটিকস দলের জার্সি উম্মোচন
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা